শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে অগ্নিকান্ডে দিনমজুরের ৪টি ঘড় পুড়ে ছাই

শিবগঞ্জ,বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া গ্রামের দিনমজুর আনারুলের ৪টি ঘড় আগুনে পুড়ে ছাই। জানা যায়, রবিবার দুপুর ২ঘটিকার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় দিনমজুর আনারুলের স্ত্রী আগুন লাগার বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ির আশেপাশের প্রতিবেশীরা আগুন নিভানোর জন্য ছুটে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহুর্তে চারটি ঘরে। এসময় বাড়ির আসবাবপত্র, ব্যবহার্য কাপড়, তৈজসপত্র, ধানচাল পুড়ে যায় । স্থানীয় জনসাধারণ আগুন নিভানোর চেষ্টা করেও প্রায় ঘন্টা আপপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সোনাতলার ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে। দিনমজুর আনারুল বলেন কান্ন জড়িত কন্ঠে বলেন, আমার কোন জমাজমি নেই, আমি দিন আনি দিন খাই, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগায় আমার বাড়ির চারটি ঘড়ের সবকিছু পুড়ে ছাই হয়েছে। এখন আমার ও আমার পরিবারের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই, খাওয়ারও কিছুই নাই, আমার প্রায় ২লক্ষাধীঁক টাকার ক্ষয়ক্ষতি হয়। শিবগঞ্জ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের (জেএসকেএফ) নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান বলেন, আমি উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, আমি বিষয়টি জেনেছি এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগীতা করেছি। উপজেলা পরিষদ হতে তাদের জন্য পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার আব্দুর রউফ এর সাথে কথা বললে তিনি বলেন, সাংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট ও সোনাতলা ফায়ার সার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335