শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

বগুড়ায় দুদক ঘুষের টাকাসহ আনছার কর্মকর্তা আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় ঘুষের টাকা সহ জেলা দূনীতি দমন কমিশন (দুদক) এক আনছার ও ভিডিপি কর্মকর্তাকে আটক করেছে। রোবার বিকেলে শহরের মালতিনগর এলাকার জেলা আনছার ও ভিডিপি কার্যালয়ের মাঝে বগুড়ার সদর উপজেলা আনছার ও ভিডিপি’র অফিসের কর্মকর্তা আনিছুর রহমানকে আটক করা হয়। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চন্দনগাছি গ্রামের জয়নাল আবেদীনের পুত্র তিনি। বগুড়া জেলা দুদকের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান জানান, গত ৯ সেপ্টেম্বর আনছার ভিডিপি’র একটি মিটিং ছিল। সেখানে অস্থায়ী সদস্য ১২জন অনুপস্থিত থাকে পরে তাদেরকে শোকজ করা হয়। শোকজ থেকে অব্যহতি পেতে তারা আনিছুর রহমানের সাথে যোগাযোগ করে। আনিছুর রহমান তাদের প্রত্যেকের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। পরে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ ব্যাপারে দুদককে জানানো হলে দুদক তদন্ত করে এবং এর সত্যতা পায়। সেই সূত্র ধরে আজ যখন ভুক্তভোগী সাকিল আল মামুন সহ কয়েকজন ঘুষের টাকা দিতে আসে সেই সময় দুদক তাকে ৪৫ হাজার ২৫০ টাকা সহ হাতেনাতে আটক করে। তিনি আরো জানান, এ ব্যাপারে আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করবে। দুদক কার্যালয়ে আটক অবস্থায় আনিছুর রহমান জানান, স্বরযন্ত্র মূলক ভাবে আমাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335