শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

ফরিদপুরে যুবলীগ করতে হলে চাঁদাবাজ ও মাদক মুক্ত হতে হবে

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ফরিদপুরের যুবলীগের কোনো কমিটিতে চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীর স্থান হবে না বলে সতর্ক করেছেন জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ। এসময় তিনি বলেন, হঠাৎ করে অন্যদল থেকে এসে ফরিদপুর যুবলীগের স্থান পাওয়া যাবে না। আজ শুক্রবার বিকালে গেরদা কলেজ মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্ভোধকের বক্তব্যে এ সতর্ক বার্তা উচ্চারণ করেন তিনি।
তিনি আরো বলেন, যুবলীগ করতে হলে দলের প্রতি শতভাগ আনুগত্য, সু-শৃঙ্খল থাকতে হবে। কোনো উশৃঙ্খল ব্যক্তি ফরিদপুর যুবলীগে কোন কমিটির নেতৃত্বে থাকতে পারবে না।

উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, যুবনেতা অ্যাড. স্বপন পাল, শাহ মো. এমার হক, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু প্রমুখ। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক  প্রার্থী হওয়ায় ঐক্যমতে না আসতে পারায় পরবর্তীতে কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335