শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

প্রশিক্ষনপ্রাপ্ত অশিক্ষিত নারী জনশক্তিকে রপ্তানি করতে হবে : জেলা প্রশাসক বগুড়া

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, দক্ষ ও প্রশিক্ষনপ্রাপ্ত ও শিক্ষিত নারী জনশক্তিকে রপ্তানি করতে হবে। অদক্ষ নারীরা এজেন্সি কর্তৃক বিদেশে গিয়ে প্রতারিত হয়ে থাকে। এজেন্সি কর্তৃপক্ষ বিদেশে ফেলে দিয়ে খালাশ হয়ে থাকে এ ধরনের হাজার হাজার অভিযোগ রয়েছে। অভিযোগ থাকা সত্বেও এজেন্সির দিকে ঝুঁকছে হাজার হাজার অশিক্ষিত অদক্ষ নারীরা। অথচ বর্তমান সরকার প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ নারীদের বিনা খরচায় বিদেশে নারী জনশক্তিকে রপ্তানি করছে। এদেশের রেমিটেন্স ডলার বৃদ্ধি ও উন্নয়ন জনশক্তি রপ্তানি অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। ব্রিটিশ হাই কমিশন সহযোগিতায় লাইট হাউস ও বেটার ফিউচার ফর ওমেন এর বাস্তবায়নে গত বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়ায় বাংলাদেশ নারী নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প এর আওতায় নারী বান্ধব অভিবাসন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ কথাগুলো বলেন। স্থানীয় আয়োজনকারী সংস্থা লাইট হাউসের নির্বাহী প্রধান মো: হারুন অর রশীদ, বাংলাদেশ নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন। এরপর ধুনট উপজেলার দুইজন নারী অভিবাসী মোছা: পারুল ও রিনা বেগম তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: আতিকুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওসার রহমান নারী বান্ধব অভিবাসন এর বিভিন্ন দিক ও এ সংক্রান্ত তার কিছু সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন। প্রশিক্ষন কর্মশালায় ওয়াহীদা ইয়াসমিন, প্রকল্প ব্যবস্থাপক ও রকিবুল হক খান, প্রকল্প সহযোগী অংশগ্রহনকারীর কাছ থেকে ব্রেন ষ্টর্র্মিং সেশনের মাধ্যমে নারী বান্ধব অভিবাসন এর সমস্যা এবং সমস্যা সমাধানের উপায় জেনে নেন। অংশগ্রহনকারীগণ তাদের অভিজ্ঞতার আলোকে সুচিন্তত মতামত প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান, সহকারী পরিচালক যুব উন্নয়ন মো: ইকবাল হক, সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মজিবর রহমান, মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদিকা সুরাইয়া নিগার সুলতানা ডরথী, দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মিলন রহমান, দৈনিক সমকাল এর ব্যুরো প্রধান মোহন আকন্দ সহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং এনজিও প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335