শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

শিগগির কার্ডের মাধ্যমে ওএমএসের চাল-আটা বিক্রি: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে খোলা বাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির নির্দেশনা দিয়েছেন। শিগগিরই কার্ডের মাধ্যমে ওএমএসের পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, এক ব্যক্তি বার বার ওএমএসের চাল-ডাল নেন। সেই চাল-ডাল আবার বিক্রিও করে দেন। আবার অনেকে পায়ও না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল-ডাল কিনতে পারবেন।

তিনি বলেন, ‘দেশে চালের অনেক মজুত আছে, কোনো অভাব নেই। আমনে ভালো ধান পাওয়া গেছে। বোরো ধানেরও চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষককে ন্যায্যমূল্য দিতে হবে।’

নিম্ন আয়ের লোকদের কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএসে ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335