শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এমপি শাহে আলম

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনি করেণ। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রদর্শনি গুলো ঘুরে ঘুরে দেখেন। পরে বিজ্ঞান ও প্রযুক্তির ওপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্য বইয়ের ওপরে নির্ভর করে অধ্যায়ন করলে নতুন উদ্ভাবনী ভাবনা তাদের মধ্যে সৃষ্টি হবেনা। এর পাশাপাশি বিজ্ঞান নির্ভর প্রযুক্তির ওপরে তাদেরকে মনোনিবেশ করে নতুন কিছু উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তিঁনি আরও বলেন, যে সব প্রযুক্তির প্রদর্শনি করেছেন শিক্ষার্থীরা তা সত্যিই প্রশংসা করার মতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও

বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। ই্উএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হাসান, ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, একাডেমিক

সুপারভাইজার জয়শ্রী কর, আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত

, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন  প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন প্রদর্শনির উপস্থাপন করা কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেণ, আলু ও লেবু দিয়ে

বিদ্যুৎ তৈরি করা চাখার ফজলুল হক কলেজ, এদের দলনেতা ছিলেন, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেণ, বাইশারী বিশ্ববিদ্যালয় ও কলেজ, তৃতীয় স্থান লাভ করেণ,বানারীপাড়া ডিগ্রী কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম চাখার ফজলুল হক ইনস্টিটিউশন, দ্বিতীয় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেণ চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের দলনেতার কাছে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাহ প্রদর্শনিতে অংশ গ্রহন করা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইবস্টক’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন এমপি শাহে আলমকে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইবস্টক এসেসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলমের সাথে সৌজন্য স্বাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইবস্টকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ, প্রেসিডিয়াম সদস্য ওয়াহেদুজ্জান দুলাল ও মো. মোশারেফ হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আলতাফ মাহমুদ, বরিশাল জেলার সভাপতি গাজী নুরুজ্জামান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সভাপতি আবুল কালাম খাঁন, পিরোজপুর জেলার নেতা মো. জাকির হোসেন ও এস এম কুদ্দুস।

সাংবাদিক কমলেশ রায়ের মায়ের প্রয়াণে বানারীপাড়া প্রেসক্লাবের শোক

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়ের মা দীপালি রায়ের (৬৭) প্রয়াণে সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহম্মেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক

শাহিন সহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দীপালি রায় ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক প্রয়াত কালীপদ রায়ের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলে, জামাতা, নাতি- নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত ১ টার দিকে তিনি পরলোক গমন করেন। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন।

নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের বদলীতে বিষাদের সুর বানারীপাড়ায়

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের আকস্মিক বদলীর খবরে অনেকটা বিষাদের সুর পরিলক্ষিত হয়েছে এখানকার সাধারণ মানুষের অবয়বে। উপজেলার অন্য কর্মকর্তারা ছিলেন ‘অশ্রুসিক্ত।  বৃহস্পতিবার তিনি বানারীপাড়া ছেড়ে তার নতুন কর্মস্থল পটুয়াখালীর দুমকি উপজেলায় যোগদান করবেন বলে জানা গেছে। তার অন্যত্র বদলী হয়ে চলে যাওয়াকে বানারীপাড়াবাসীর হৃদয়ে রক্ত ক্ষরণের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার বদলীর আদেশ বাতিল করে তাকে বানারীপাড়ায় বহাল

রাখার দাবিও জানিয়েছেন অনেকে। অসচ্ছ্বল গৃহহীন বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কয়েক লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ঘোষণার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যন্ত জনপদে ঘুরে ঘুরে প্রকৃত অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা তৈরী করেছেন। এছাড়া গৃহ ও ভূমহীন পরিবারের সদস্যদের গৃহ ও ভূমি দেওয়া,শীতকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ নানা ভাবে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রলয়ংকরী ঘুর্ণিঝড় ‘ফনি’,‘বুলবুল’ ও ‘আম্ফান’ মোকাবেলায় তিনি এলাকাবাসীকে সচেতন করতে নিজেই মাইকিং করতে নেমে পড়েছিলেন গ্রামের রাস্তায়। পাশাপাশি সেই দূর্যোগময় রাতে তার নিজ গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে কয়েকটি সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষের কাছে ছুঁটে গিয়েছিলেন। এসব কারনে তিনি একজন প্রকৃত ‘মানবদরদী’ কর্মকর্তা হিসেবে এলাকাবাসীর ‘হৃদয়ে ছুঁতে পেরেছেন। প্রাণঘাতি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শুরুর পরে নিজ কার্যালয়ে ‘ঘরবসতি’ গড়ে তুলেছিলেন। তিনি স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুকের সাথে থেকে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহযোগীতা করেছেন। এছাড়াও তিনি করোনার সংক্রমন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে নানা ভাবে সচেতনতামূলক দিক নির্দেশনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335