বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

ধামইরহাটে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিনওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলা পুলিশ প্রধান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া’জেলার সকল গ্রাম পুলিশদের ঈদ উপহার দিয়েছেন।২২ মে বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার ধামইরহাট থানা চত্বরে উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে সেমাই-চিনি, গুড়ো দুধ, আতব চালসহ বিভিন্ন সামগ্রী ঈদ উপহার হিসেবে উপজেলায় কর্মরত ৭৬ জন গ্রাম পুলিশদের হাতে  তুলে দেন। এ সময় ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রবীণ গ্রাম পুলিশ খাজামুদ্দিন বলেন, ‘ঈদের আগে পুলিশ সুপার মহোদয় আমাদের নওগাঁ জেলার ১১ উপজেলায় এই ঈদ উপহার দিয়ে গ্রাম পুলিশদের কৃতার্থ করেছেন।

ধামইরহাটে ১শ’ পরিবারে হাসি ফুটালো প্রাণের হাসি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রাণের হাসি শত পরিবারে ঈদের উপহার দিয়েছেন। অসহায় ওইসব পরিবারে ঈদের আগে এই সহায়তা পেয়ে তারা খুশি হয়েছেন।

২২ মে সকাল ১০ টায় প্রাণের হাসি সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ১শত পরিবারে সেমাই,চিনি,আটা, গুড়ো দুধ তৈল বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসরুফা মিম। এ সময় পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি আবু সাঈদ,সদস্য মাসতুরা মৌনি, খাদিজা মুন্নি, নাজিউর রহমান, আবু ওবায়দা, মোবাশ্বের প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রাণের হাসি সংগঠন ইতিপূর্তে ৫ শতাধিক এতিম শিশ ও অসহায় শিক্ষার্থীদের নতুন কাপড়সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।  

ধামইরহাটে সাবেক এম.পি সামসুজ্জোহা খানের ৫ হাজার পরিবারে ত্রাণ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিধামইরহাটে সাবেক এম.পি সামসুজ্জোহা খানের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি সামসুজ্জোহা খান জানান, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশে, নওগাঁ- ২ নির্বাচনী এলাকা ধামুরহাট-পতœীতলার মোট ১৯ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১১ হাজার গরীব অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর দেউলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সামসুজ্জোহা খানের পক্ষে উপস্থিত ছিলেন, ধামুইরহাট থানা বিএনপি’র আহ্বায়ক ফেরদোউস খান, থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, বিএনপি নেতা পলাশ, রনি, শাহীনুর রহমান শাহীন,মাসুদ রানা মহিদুল, মাসুদ রানা ফয়সাল প্রমুখ। উল্লেখ্য ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫ হাজার ত্রাণ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335