শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

কিভাবে মহাত্মা গান্ধী আত্মহত্যা করেছিলেন?

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। শোনা যায়, দিল্লীর বিড়লা ভবনে নাথুরাম গডসে নামে এক ভারতীয়ের গুলিতেই খুন হয়েছিলেন তিনি। এই ঘটনা সবাই জানলেও জানে না গুজরাটের একটি স্কুল। তাদের পরীক্ষার আসা একটি প্রশ্ন এরকম, ‘কিভাবে মহাত্মা গান্ধী আত্মহত্যা করেছিলেন?’

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ‘সুফলাম শলা ভিকাশ সঙ্কুল’ নামে একটি সংস্থা পরিচালিত গুজরাটের একটি স্কুলে ক্লাস নাইনের পরীক্ষা চলাকালীন এই প্রশ্ন আসে। গান্ধীনগরে এই সুফলাম শলা ভিকাশ সঙ্কুল সংস্থাটি যথেষ্ট পরিচিত। এমনকি এই সংস্থা সরকারি অনুদানও পেয়ে থাকে।

শুধু এই প্রশ্নই নয়। ‘তোমাদের এলাকায় মদের বিক্রি বৃদ্ধি এবং অসামাজিক কাজে জড়িত ব্যক্তিদের উপদ্রব জানিয়ে জেলা পুলিশকে একটি অভিযোগ পত্র লেখ’ এরকমও একটি প্রশ্ন এসেছে দ্বাদশ শ্রেণির একটি পরীক্ষায়।

গান্ধীনগরের জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা ভারত ভাধের জানান, এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। এই প্রশ্নপত্র করার ব্যাপারে রাজ্যের শিক্ষা দপ্তরের কোনো হস্তক্ষেপ ছিল না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335