শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

বগুড়া গাবতলীতে গরু ব্যবসায়ীকে মারপিট ও টাকা ছিনতাই \ আদালতে মামলা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার গাবতলীতে চাঁদার টাকা না পেয়ে মহসিন নামের এক গরু ব্যবসায়ীকে মারপিট করে গরু বিক্রির ১লাখ ৩হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১১ অক্টোবর রাত প্রায় পৌনে ১২টায় উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে। এ ঘটনায় ৩জনকে অভিযুক্ত করে ভিকটিমের বড়ভাই দাবী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাসূত্রে জানা গেছে, উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের মধ্যমারছেও টারপাড়া গ্রামের মৃত ছহিম উদ্দিনের ছেলে গরু কেনা-বেচা ব্যবসায়ী মহসিন আলীর কাছ থেকে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের কিছু সন্ত্রাসী চাঁদা দাবী করে আসছিল। তাদের বাদীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই সন্ত্রাসীরা মহসিনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এমতবস্থায় গত ১১ অক্টোবর বৃহস্পতিবার সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজ হাটে গরু বিক্রির ১লাখ ৩হাজার টাকা নিয়ে মহসিন বাড়ী ফিরছিল। পতিমধ্যে ওইদিন রাত পৌনে ১২টায় মধ্যমারছেও গ্রামের আঃ মজিদের বসতবাড়ীর পশ্চিমপার্শ্বে কাঁচা রাস্তার উপর পৌঁছিলে পূর্বে ঔঁত পেতে থাকা হোসেনপুর গ্রামের আঃ মালেকের ছেলে কাফফু (২৫) ও মৃত গামা মিয়ার ছেলে মামুন (১৮) দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী মহসিন পথরোধ করে। একপর্যায়ে কাফফু ও মামুন এলোপাতারীভাবে মহসিনকে মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় মহসিনের কোমরে থাকা গরু বিক্রির ১লাখ ৩হাজার টাকা ওই সন্ত্রাসীরা ছিনতাই করে নেয়। পরে মহসিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। বর্তমানে মহসিন আলী গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিমের বাম চোখের উপরে ৮টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিম মহসিনের ভাই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে হোসেনপুর গ্রামের আঃ মালেকের ছেলে কাফফু (২৫), মৃত গামা মিয়ার ছেলে মামুন (১৮) ও আঃ মালেকের স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335