শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

ভারত সফরের জন্য নিজ তাগিদেই এনসিএল খেলছেন সবাই : মাহমুদউল্লাহ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ঘনিয়ে আসছে ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সফরের সময়। আগামী মাসে ভারতে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বিরাট কোহলিদের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে সাকিবদের। ভালো প্রস্তুতির জন্য নিজ তাগিদেই এবারের জাতীয় লিগে ক্রিকেটাররা নিজ দায়িত্বে খেলছেন বলে জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার মতো দলকে সিরিজের প্রথম দুই টেস্টে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ড্র হওয়া ম্যাচের সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট খেলছি। তারপরও জাতীয় লিগে বাড়তি একটা ফোকাস ছিল, কারণ সামনে আমাদের ভারত সফর। বড় সিরিজ। জাতীয় দলের ক্রিকেটার ও অন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে যেন পারফর্ম করতে পারে।’

তিনি জানান, জাতীয় দলের প্রধান কোচের নির্দেশেই সবাই জাতীয় লিগে খেলছে, ‘আমাদের আগেই বলা ছিল দুই-তিনটা ম্যাচ খেলতে হবে। কোচ (ডমিঙ্গো) আগে থেকে আমাদের নির্দেশনা দিয়ে রেখেছিলেন। জাতীয় লিগের দিকে মোটামুটি সবারই মনোযোগ ছিল।’

চলতি লিগে  মুশফিক-মাহমুদউল্লাহ-ইমরুলরা রান পেলেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তামিম ইকবাল, মুমিনুল হক, সাদমান ইসলাম, সৌম্য সরকাররা। তবে এতে শঙ্কিত হওয়ার কিছু দেখেন না মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, এটা নিয়ে এতো প্যানিকড হওয়ার কিছু নেই। সবাই চেষ্টা করেছে। কেউ হয়তো রান করেছে, কেউ করেনি। আশা করি, যারা রান করতে পারেনি তারা যেন আরও বেশি চেষ্টা করবে। তারা যেন দ্বিতীয় রাউন্ডে রান করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335