শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

জিএমপির দুই ট্রাফিক ইন্সপেক্টরকে প্রত্যাহার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই ট্রাফিক ইন্সপেক্টরকে প্রত্যাহার করা হয়েছে। পরিবহন থেকে মাসিক চাঁদাবাজির অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যাহারকৃতরা হলেন- মো. হোসানুজ্জামান ও সাহাদাত হোসেন। তারা যথাক্রমে ট্রাফিক উত্তর বিভাগের ভোগড়া ও চান্দনা চৌরাস্তার কর্মরত ছিলেন।

জিএমপি সূত্র জানায়, ট্রাফিক ইন্সপেক্টর হোসানুজ্জামান ও সাহাদাত হোসেনের বিরুদ্ধে বাস-মিনিবাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে বাধ্যতামূলক মাসিক ভিত্তিক চাঁদাবাজির অভিযোগ উঠে। প্রাথমিক অভিযোগ পেয়ে জিএমপি কমিশনার গতকাল সোমবার রাতে তাদের জিএমপি সদর দপ্তরে প্রত্যাহার করেন।

এ ব্যাপারে জিএমপির কমিশনার মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক অভিযোগ পেয়ে তাদের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোন চাঁদাবাজকে জিএমপিতে রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335