শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

ভারতের বিশাল জয়

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মোহাম্মদ শামির আগুনে পেস আর রবীন্দ্র জাদেজার ঘূর্ণির মায়াজালে শেষ দিনে জয় কিংবা ড্র কোনোটিই অর্জন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বোলিং আক্রমণ আর ভাঙাচোরা পিচের সুযোগ কাজে লাগিয়ে আজ দেড় সেশনেই প্রোটিয়াদের বাকী ৯ উইকেট ফেলে দেয় ভারতের বোলাররা। এর মধ্য দিয়ে ২০৩ রানের বিশাল জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করল বিরাট কোহলির দল। শামি নিয়েছেন ৫ উইকেট আর জাদেজার সংগ্রহ ৪ উইকেট।

ভারতের প্রথম ইনিংসে করা ৭ উইকেটে ৫০২ রানের জবাবে ৪৩১ রানে অল-আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর ভারতের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ৩২৩ রানের পর ৩৯৪ রানের প্রায় অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে প্রোটিয়া শিবির। ভারতের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকান মায়াঙ্ক আগরওয়াল। প্রথম ইনিংসে প্রোটিয়ারা দুই সেঞ্চুরি পেলেও দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেনি।

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডিন এলগারকে (২) হারিয়ে গতকাল চতুর্থ দিন শেষে ১১ রান তুলেছিল প্রোটিয়ারা। আজ দিনের শুরু থেকেই দেখা যায় ভারতীয় বোলারদের আগ্রাসন। অপর ওপেনার এইডেন মার্করাম ৩৯ রানে আউট হন। ড্যান পিয়েডট ১০৭ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান মুহতুশামির। ৫ ব্যাটসম্যান দুই অংকই স্পর্শ করতে পারেননি। ২৫ ওভারে ৬ মেডেনসহ মাত্র ৮৭ রানে ৪ উইকেট নিয়েছেন জাদেজা। শামি ১০.৫ ওভারে ৩৫ রানে শিকার কেন ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335