বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

বগুড়ায় আ.লীগ-বিএনপির বিদ্রোহীরা নির্বাচনে অংশ নিচ্ছে

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২টি উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপির ২০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আর আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী হয়েছেন ৭ জন।

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু সুফিয়ান শফিক এবং থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল মনোনয়নপত্র দাখিল করেন। দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগনেতা আব্দুস সামাদ প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী এএইচএস নুরুল ইসলাম খান হিরু ও কল্যাণ প্রসাদ পোদ্দার মনোনয়নপত্র জমা দেন।

শিবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক, বিএনপির বিউটি বেগম ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজু প্রার্থী হয়েছেন।

শেরপুরে আওয়ামী লীগের আলহাজ মজিবর রহমান মজনু, বিএনপি নেতা জানে আলম খোকা ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুন নুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাহালুতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা আল হাসিবুল হাসান সুরুজ, বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ ও হুমায়ন কবির খোকা মনোনয়ন পত্র দাখিল করেন। আদমদীঘিতে একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান মনোনয়ন জমা দেন।

গাবতলীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রফিনেওয়াজ খান রবিন, বিএনপি সমর্থক এ কিউএম ডিসেন্ট আহমেদ সুমন, বিএনপি কর্মী শফিকুল ইসলাম ভোদন মনোনয়ন দাখিল করেন।

নন্দীগ্রামে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি রাফি পান্না, পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলেক জান্ডার জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম এলাকার পরিচালক মাহফুজার রহমান প্রার্থী হয়েছেন।

শাহাজানপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক শাহীন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বাদল সরকারের পত্নী পলাশী খাতুন, ডা. ইউনুস আলী সাকিদার, আছির উদ্দিন মোল্লা ও সাইদুল ইসলাম।

সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অধ্যক্ষ মুনজিল আলী সরকার, বিএনপির মাছুদুর রহমান হিরু মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক মেয়র আলহাজ টিপু সুলতান, অ্যাডভোকেট নূর-এ আজম বাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এনামুল হক মনোনয়ন জমা দেন।

ধুনটতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই খোকন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের মাসুদুল হক বাচ্চু, ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাংবাদিক এ.এস.এম জিয়াউল হক ও জাতীয় পার্টির পাভেল আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335