শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

সৌদি আরবে বন্যায় নিহত ১২, আহত ১৭০

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭০ জন।

এক বিবৃতিতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ’র।

তারা জানায়, ভারী বর্ষণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে তাবুক এলাকায় ১০ জন, মদিনায় একজন এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে একজন মারা যান। এছাড়া বন্যায় আটকে পড়া ২৭১ জন ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।

এর আগে রবিবারের প্রতিবেদনে বলা হয়, ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। এতে শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, আকস্মিক এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্ব সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335