শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

সাত দফা দাবি না মানলে আন্দোলনের ঝড়-মওদুদ

জিটিবি নিউজডেস্কঃ  জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মানলে আন্দোলনের ঝড় তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের দাবিগুলো না মেনে নির্বাচনী তফসিল ঘোষণা করলে বাংলাদেশে কঠোর আন্দোলনের ঝড় উঠবে। আর এই ঝড়ের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকার বাধ্য হবে।’

শুক্রবার (২৬অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মওদুদ।আয়োজক সংগঠকের আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, বিএনপি নির্বাহী পরিষদ সদস্য আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ।‘বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিলসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি’তে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য মওদুদ বলেন, সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেবে না।’ ‘স্বৈরাচারী সরকার সহজে ক্ষমতা ছাড়তে চায় না। জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে অপসারণ করা হবে।’ নিম্ন আদালত সরকারের অধীনে চলে বলে প্রতিবাদ সমাবেশে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নিম্ন আদালত সুপ্রিম কোর্টের অধীনে থাকবে নাকি নির্বাহী বিভাগের অধীনে থাকবে এর প্রতিবাদ করতে গিয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। আজকে নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে নির্বাহী বিভাগের অধীনে কাজ করে। তাদের জবাবদিহিতা নির্বাহী বিভাগের কাছে। তাদের পদোন্নতি, নিয়মশৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়।’

বিরোধীদলকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার যড়যন্ত্র করছে বলেও দাবি করেন মওদুদ। তিনি বলেন, ‘সুপরিকল্পিত নীলনকশার অংশ হিসেবে বিরোধীদলীয় নোতকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে সরকার তৃণমূল পর্যায়ে গণগ্রেপ্তার করছে। এখন ঘটনা ছাড়া মামলা হয়, যা আমার রাজনৈতিক ৬৫ বছরের ইতিহাসে দেখি নাই।’

গত দুই মাসে বিএনপির পাঁচ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে দাবি করেন মওদুদ।

সরকার বিরোধীদলকে নির্বাচনের বাহিরে রাখার চেষ্টা করছে এমনটা জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘কোনো রকমের সুষ্ঠু নির্বাচন হলে সরকার বিপুল ভোটে পরাজিত হবে। এজন্য সরকার নানা চক্রান্ত করছে। বিরোধীদল যেন নির্বাচনে না আসে সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। ২০১৪ সালের মতো নির্বাচন করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হতে দেবে না।’

সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা করেন মওদুদ। তিনি বলেন, ‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও সরকারের দুর্নীতির সমালোচনা ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। যদি সরকারের সমালোচনা করেন তাহলে আপনার চৌদ্দ বছরের সাজা হবে এবং পঁচিশ লক্ষ টাকা জরিমানা হবে যা কল্পনা করা যায় না। যারা ধর্ষণ করে ডাকাতি করে খুন খারাবি করে তাদের এ রকমের সাজা দেওয়া হয় না। সরকার ৪৭ ধারায় পুলিশকে সীমাহীন ক্ষমতা দিয়েছে। আজকে তারা যা ইচ্ছা তা করতে পারে।’

সরকারি দলের নানা দুর্নীতির অভিযোগ তুলে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আজকে আওয়ামী লীগের দুর্নীতি সারা বাংলাদেশে ছেয়ে গেছে। আওয়ামী লীগের নামকরা দুজন ব্যক্তি নিউইয়র্কে বাড়ি করেছে তাদের বাড়ির ছবি আমার কাছে আছে। তাদের নেতার কানাডা, অস্ট্রেলিয়া, মালোয়েশিয়াসহ বিভিন্ন দেশে দুর্নীতির টাকা দিয়ে বাড়ি তৈরি করছে। লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে আ.লীগের নেতারা

 

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335