বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

ইউনুছ সভাপতি: সবুজ সম্পাদক বেজোড়া দক্ষিণপাড়া অপরাধ দমন কমিটি গঠিত

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দাদন ব্যবসা, নারী নির্যাতন, ইভটিজিং, ফতোয়াবাজি, জঙ্গীবাদ প্রতিরোধের প্রত্যয় নিয়ে বগুড়ার শাজাহানপুরে ‘বেজোড়া দক্ষিণপাড়া অপরাধ দমন কমিটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আতœ প্রকাশ ঘটেছে। গত শুক্রবার রাতে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মিজানুর রহমান।

সদ্য গঠিত কমিটিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সমাজ সেবক ডা. মো: ইউনুছ আলী সাকিদারকে সভাপতি এবং দৈনিক করতোয়া প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মন্তেজার রহমান, সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শামছুল হক, প্রচার সম্পাদক ওবায়দুর রহমান রাব্বী, ধর্মীয় সম্পাদক মাওলানা আব্দুল মোমিন, সহ-ধর্মীয় সম্পাদক সুজন চন্দ্র সৈন্যাসী, সমাজ কল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সুলতান আহম্মেদ, নির্বাহী সদস্য শাহ্ আলম, শাহা আলী, গণেশ চন্দ্র সরকার, ডা. সাইফুল ইসলাম এবং পরিমল চন্দ্র সরকার। এছাড়া ৩ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন ওয়াহেদুল হাসান বাবু, ডা. মাহবুবুর রহমান এবং সায়েদ আলী মন্ডল। কমিটির সভাপতি জানিয়েছেন, অপরাধের কুফল এবং অপরাধ মুক্ত থাকার সুফল সম্পর্কে সচেতন করার মাধ্যমে সামাজিক অপরাধ দমনে কাজ করবে নবগঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠন। শুধু তাই নয়, আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সহায়তাও করবে এই কমিটির সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335