শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

৩৮ তম বিসিএস প্রিলি. পরীক্ষার পূর্বে করণীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক| দিন পেরুলেই আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। প্রায় সাড়ে তিন লাখ তরুণ কাঙ্ক্ষিত ওই পরীক্ষায় অংশগ্রহণ করবে। অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পরীক্ষার পূর্বসময়টা পরীক্ষার্থীদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার একেবারে পূর্বসময়ে করণীয় সম্পর্কে বলেছেন ৩৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মো. আবদুর রহিম।
১। পরীক্ষার পূর্বদিন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র চেক করে নিতে হবে। প্রবেশপত্র, কলম ইত্যাদি একটি ফাইলে গুছিয়ে রাখুন।
২। পরীক্ষার পূর্ব রাত্রির ঘুম অত্যন্ত জরুরি, কেননা সুন্দর একটি ঘুম হতে পারে আপনার জীবনের স্বর্ণ-শিখরে পৌঁছানোর একটি ক্লান্তিহীন যাত্রা।
৩। পরীক্ষার পূর্ব রাত্রে হালকা খাবার গ্রহণ করবেন, বেশি পানি পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
৪। যথা সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ঢাকা’ কেন্দ্রে যারা পরীক্ষা দিবেন তারা পরীক্ষা শুরু হওয়ার অন্তত দুই ঘণ্টা পূর্বে রওনা দিবেন।
৫। পরীক্ষা হলে প্রবেশ করে নিজ আসনে বসবেন। পাশাপাশি কারও সঙ্গে কথা বলবেন না। পিএসসি’র নির্দেশনা থাকে সাইলেন্স বহিষ্কারের। পরীক্ষা ভালো দিয়েও ফলাফল দেওয়ার দিন ‘ ঘড়ঃ ঋড়ঁহফ’ দেখার আগেই সতর্ক হোন।
৬। ওএমআর সিট পেয়ে নির্ভুলভাবে প্রবেশপত্রের রেজিস্টেশন নম্বর লিখবেন। প্রশ্নের সেট কোড লিখতে ভুলবেন না।
৭। সর্বোপরি দুশ্চিন্তা মুক্ত থাকুন। চাপমুক্ত হয়ে পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ সফলতা আসবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335