শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

নরসিংদীতে সংঘর্ষ :গুলিবিদ্ধ ছাত্রদল নেতা আশরাফুলও মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুগ্রুপের সংঘর্ঘে আশরাফুল ইসলাম (২৩) নামের আহত আরও এক ছাত্রদল নেতা মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রদল নেতার মৃত্যু হলো।

শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আশরাফুল সদর উপজেলার সিটিপাড়া গ্রামের নাজমুলের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদেকুর রহমান সাদেক (৩২) ও আশরাফুল ইসলাম (২৩) নামের দুই ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা রাত সোয়া ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে রাতেই কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।

নিহত সাদেকুর রহমান নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের কমিটি বাতিলে আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিল ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রদলের পদবঞ্চিত সাদেকুর ও আশরাফুল।

ওইদিন নরসিংদীর জেলখানা মোড় থেকে বিএনপির কার্যালয় সংলগ্ন তিতাস রোড এলাকায় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মঈন উদ্দিন ভূঁইয়া নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335