শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

ধামইরহাটে যুব ফোরামের উদ্যোগে প্রমীলা নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে যুব ফোরামের আয়োজনে গ্রীন ভয়েস, ভিলেজ কেয়ার এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও লিঙ্গ বৈষম্য প্রতিরোধে জন সচেতনতামূলক নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল। ১১ মে বিকেল সাড়ে ৫ টায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজ মাঠে প্রমীলা নারী ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে সন্ধা ৭ টায় বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা , ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী,প্রভাষক আবু হানিফ , ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রকল্প কর্মকর্তা নাথন চৌকিদার, জুনিয়র কর্মকর্তা সুরভী শারীমিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, যুব ফোরাম সহ-সভাপতি মুরাদুজ্জামান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সম্পাদক সুমন বাবু প্রমুখ।

ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিতধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২সকাল ১০ টায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় ধামইরহাটচ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান,ডাঃ তাসনিম আরা মুক্তা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, নার্সিং কর্মকর্তা সেলেস্তিনা হাসদা, আনজুয়ারা বেগম, নার্সিং ইনচার্জ মোসাঃ ওয়াহিদা, নার্স (মিডওয়াইফারি) নীলা খাতুন, ইমার্জেন্সি ইনচার্জ তারাজুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আঃ খালেক, মেহের নেগার বেলুন, জাহানারা খাতুন, ফেরদৌসী বেগম, মিডওয়াইফ নাজমীন আকতার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নার্সিং কর্মকর্তা সেলেস্তিনা হাসদার সভাপতিত্বে আন্তর্জাতিক নার্স দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335