শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু  নাট্যমের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মইনুল ভূইয়া বিশেষ প্রতিনিধি :মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে ‘জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়।

প্রতিযোগিতা শুরুর আগে শিশুদেরকে মুক্তিযোদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক। শিশুদের সামনে কথা বলতে গিয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, ‘এক শিশুকে কোলে নিয়ে আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছি। একদিন নবীনগরের শিবপুর এলাকায় পাকবাহিনী আক্রমণ করলে পথে তারা আমাকে ধরে ফেলে। বিষয়টি বুঝতে পেরে আমি আগেই অস্ত্র ফেলে দেই। তখন এক নারীর কাছে কোলের শিশুকে চেয়ে নেই কিছু সময়ের জন্য। পাকিস্থানিরা জিজ্ঞাসা করলে আমি বলি এটা আমার সন্তান। তখন সাথে থাকা এক রাজাকার বলতে থাকেন যে আমি মুক্তিযোদ্ধা নই কোনো চাকরিজীবী হতে পারি। তাই আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। রাজাকারের কথা মতো পাকবাহিনী আমাকে ছেড়ে দেয়।’

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশকে নিয়ে ভাবতে হবে। তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবে। আর এতে করে আমাদের দেশও অনেক এগিয়ে যাবে। শিশুরাই হলো আমাদের ভবিষ্যত।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। অনুষ্ঠানে যোগ দিয়ে এর সফলতা কামনা করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মহসীন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারন সম্পাদক সাংবাদিক নিয়াজ মুহাম্মদ খান বিটু।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335