বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

গাবতলীতে পরকীয়া প্রেমের টানে এক নববধূ উধাও

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পরকীয়া প্রেমের টানে এফিডেফিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে অন্যের সাথে নতুনভাবে ঘর বাঁধলেন এক নববধূ। তবে মেয়েকে ফেরত পেতে বাবা ওই ছেলের বিরুদ্ধে থানায় ঠুকে দিলেন একটি অপহরণের মামলা।
জানা গেছে, গাবতলীর নেপালতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রাজকুমার চন্দ্রের মেয়ে সুস্মিতা রানীর (২০) সঙ্গে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার সারোটিয়া গ্রামের চিত্তরঞ্জনের ছেলে শ্রীমান চন্দ্র কুমারের পারিবারিক প্রস্তাবে গত তিন সপ্তাহ আগে বিয়ে হয়। কিন্তু সুস্মিতা রানী গত ৭মার্চ জেলা বগুড়ার নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেফিটের মাধ্যমে নিজধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মোছাঃ স্নেহা খাতুন এবং ১৪মার্চে পরকীয়া প্রেমের টানে উধাও হয়ে এফিডেফিটের মাধ্যমে ১লাখ টাকা দেনমোহরানায় গাবতলীর নেপালতলী গ্রামের মেহের আলী ওরফে মোবারকের ছেলে মেহেদী হাসান (২৯)কে ইসলামী শরীয়তে বিয়ে করেন। এ ঘটনায় সুস্মিতা রানীর বাবা রাজকুমার গত ১৬মার্চে বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি অপহরণের মামলা ঠুকে দেন। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত একটি অপহরণের মামলা হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335