শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

রমজানে ১০ টাকা দরে ২০০০ লিটার দুধ বিক্রির ঘোষণা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে ১০ টাকা লিটারে দুই মেট্রিক টন (দুই হাজার লিটার) দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের ব্যবসায়ী এরশাদ উদ্দিন।

প্রথম রমজান থেকে যে কেউ ১০ টাকা করে সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন।

রোববার (১২ মার্চ) নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এরশাদ উদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আসছে মাহে রমজান। প্রতি বছরের ন্যায় জে সি এগ্রো পবিত্র রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করবে। আমাদের লক্ষ্য দুই মেট্রিক টন দুধ ১০ টাকা লিটার দরে সাধারণ জনগণের কাছে বিক্রি করা।’

এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জে সি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান।

এ বিষয়ে এরশাদ উদ্দিন  বলেন, ‘তিন বছর আগে তিনি জেসি এগ্রো ফার্ম খামার গড়ে তোলেন। সেখানে ৪০০টি গরু রয়েছে। যার মধ্যে ২০টি গাভি প্রতিদিন ৭০-৭৫ লিটার দুধ দিচ্ছে।’

তিনি বলেন, ‘রমজান এলেই দুধের চাহিদা বেড়ে যায়। দামের কারণে নিম্নবিত্তরা কিনতে পারে না। তাই সর্বসাধারণের কথা ভেবে ১০ টাকায় এক লিটার দুধ বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। গতবছর এক মেট্রিক টন দুধ বিক্রি করেছিলাম। চলতি বছর সব ঠিক থাকলে দুই মেট্রিক টন দুধ বিক্রি করা হবে।’

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335