বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

অসংখ্য গানের লেখক বাউল সম্রাট শাহ আবদুল করিম

★বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে

★বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে

★আগে কি সুন্দর দিন কাটাইতাম

★আমি কুলহারা কলঙ্কিনী

★গাড়ি চলে না চলে না চলে না রে

★কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু এ রকম অসংখ্য গানের লেখক বাউল সম্রাট শাহ আবদুল করিম।১৯১৬ সালে ১৫ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ তিনি।রাখালের কাজ দিয়ে নিজের কর্মময় জীবন শুরু করা এই মহাপুরুষ অনেক চরাই-উৎরাই পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে খ্যাতির উচ্চ শিখর। পৌঁছেছিলেন। তিনি একবার বলেছিলেন,”এতো সংবর্ধনা,সম্মান দিয়ে আমার কি হবে?সংবর্ধনা বিক্রি করে দিরাই বাজারে এক সের চালও কেনা যায় না।পেটে যদি ভাত না থাকে করিম মেডেল গলায় দিয়ে কি করবে?” নিজের জীবন নিয়ে কতটা স্পর্ষ্টবাদী,কি অপ্রিয় স্বীকারোক্তি!!! ২০০৯ সালে ১২ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।-এস গোলবাগী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335