বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

গােলরক্ষক রুপনার মায়ের হাতে নতুন ঘরের চাবি

নিজস্ব প্রতিবেদক: নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নে সেরা গােলরক্ষক রুপনা চাকমার জন্য জেলা প্রশাসন থেকে নতুন বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে। নির্মিত বাড়ির চাবি তার মায়ের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘরটি পরিদর্শন করতে যান রাঙ্গামাটির জেলা প্রশাসক মােহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি রুপনার মা কালাসােনা চাকমার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়াসহ স্থানীয় সরকার প্রকৌশলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুপনার গ্রামের বাসিন্দা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাড়িটি সংস্কার করে দেওয়ায় প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রুপনা চাকমার মা কালাসােনা চাকমা। তিনি বলেন, ‘আমি অনেক খুশি। আমার মেয়ের জন্য আমি পাকাবাড়ি পাইছি। আমার মেয়ে আরও ভালোভাবে খেলুক আশীর্বাদ করি।’

ফোনে রুপনা চাকমা  বলেন, ‘গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল। ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়তাে। পাকা একটি ঘর পাওয়ায় খুবই ভালাে হয়েছে। আমি খুবই আনন্দিত।’

চাবি হস্তান্তরকালে জেলা প্রশাসক মােহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রুপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। ঘরের চাবি রুপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী এটি উদ্বােধন করবেন। কখন উদ্বোধন করা হবে সেটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হবে।’

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335