শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

ফুল উৎপাদনে দেশে বিপ্লব ঘটেছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, টিউলিপ ফুলের জন্য বিশেষ কিছু দরকার হলে সরকার সেটির ব্যবস্থা করবেন। টিউলিপ ফুলের বাল্ব সংরক্ষণের জন্য যে সুবিধা দরকার আমাদের এখানে এখনও সেটি নেই। দেশে ব্যাপকভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল উৎপাদনে দেশে বিপ্লব ঘটে গেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে দেলোয়ার হোসেন-শেলিনা দম্পতির টিউলিপ ফুল বাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ উন্নত হচ্ছে। মানুষ সৌন্দর্য পিপাসু। সেই সৌন্দর্যবোধটাও আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য এটি অত্যন্ত ভাল।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335