শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস, ওয়ানডেতে বাবর

খেলাধুলা ডেস্ক: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। অন্যদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। ২০২২ সালের সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করেছে আইসিসি।

গত বছর মোট ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ব্যাট হাতে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরিসহ করেছেন ৮৭০ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। এছাড়া ইংল্যান্ডের বদলে যাওয়া ক্রিকেটের নেতৃত্বও দিয়েছেন স্টোকস।

সেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়নে স্টোকসের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তারই সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাজা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর। এই বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক। ৬৭৯ রান করতে ব্যাটিং গড়টা ঈর্ষণীয়, ৮৪.৮৭। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি, হাফসেঞ্চুরি পাঁচটি।

অধিনায়ক হিসেবেও দারুণ সফল একটি বছর কাটিয়েছেন বাবর। ২০২২ সালে তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছে তার নেতৃত্বাধীন দল।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335