শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

লাইনের গ্যাস রেখেও কিনতে হচ্ছে সিলিন্ডার, গ্রাহক গুনছে বাড়তি টাকা

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সীমান্তবর্তী উপজেলা ছাগলনাইয়ায় বছরব্যাপী গ্যাস সংকট লেগেই আছে। শীতের সময় এ সংকট চরম আকার ধারণ করে। বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রাহককে কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে প্রতি মাসে সংযোগ বিল পরিশোধের পাশাপাশি গ্যাস সিলিন্ডারে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দফায় দফায় বিল বাড়লেও দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উপজেলাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ায় গ্যাস সরবরা করছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ ব্যবহারকারী গ্রাহক সংখ্যা প্রায় তিন হাজার। আছে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগও।

গ্রাহকদের অভিযোগ, প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না। কখনো কখনো রাত ১২টার পর গ্যাসের দেখা মেলে। এতে গৃহিণীরা চরম বেকায়দায় পড়েন। পাশাপাশি রান্নাবান্না ও খাওয়া দাওয়া নিয়েও বিপদে পড়েন।

গ্রাহক আবদুল নবী বলেন, ‘এখানে গ্যাস সংকট নিরসনের বিষয়টি দেখার যেন কেউই নেই। অতিকষ্টে পরিবার পরিজনের খাবারের আয়োজন করা গেলেও অতিথি আপ্যায়নে খুবই লজ্জার মুখে পড়তে হয়।’

আবদুল কাদের নামে এক আবাসিক গ্যাস সংযোগ ব্যবহারকারী গ্রাহক বলেন, ‘বেশ কয়েক বছর যাবত নিয়মিত লাইনের গ্যাস মিলছে না। এরপরও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। আমাদের নিত্যদিনের এ দুর্ভোগ দেখার কেউ নেই।’

ছাগলনাইয়া গ্যাস সংকটের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সরু পাইপ লাইনে এ উপজেলায় গ্যাস সংযোগ স্থাপন করা হয়। সময়ের ব্যবধানে গ্রাহক সংখ্যা কয়েকগুণ বেড়েছে। কিন্তু বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিবর্তন করেনি সরু পাইপ। এতে অতিরিক্ত গ্রাহকের চাহিদা অনুযায়ী সরু লাইনে গ্যাস সরবরাহ কম হওয়ায় গ্যাস সংকট হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ বলেন, আমার বাসায়ও গ্যাস থাকে না। তবে এ সংকট নিরসনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে।

ফেনী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক বাপ্পী শাহরিয়ার  বলেন, ‘আমাদের গ্যাস সংযোগ লাইনটি ছাগলনাইয়ায শেষ সীমানায় হওয়ায় গ্রাহকরা গ্যাস তুলনামূলক কম পাচ্ছে। এছাড়া শীতকালে গ্যাসের চাপ কম থাকায় সংকট দেখা দিয়েছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335