বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাবার স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হরিজন সম্প্রদায়ের ছেলে অপু বাসফোর। পেশায় একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। তার বাবা দিলিপ বাসফোরের স্বপ্ন ছিল ছেলে বিয়ে করে হেলিকপ্টারে করে বউ আনবেন। অপু বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন। বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে গেছেন।

কনে শানিতা রানীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের বস্তিপাড়া গ্রামের হরিজন ভুট্টু বাসফোরোর মেয়ে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করলে উৎসুক জনতা ভিড় করেন।

কনে শানিতা রানীর বাবা ভুট্টু বাসফোর বলেন, ‘আমরা গরিব মানুষ। বরপক্ষ আমাদের মেয়েকে পছন্দ করেছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। তবে
মেয়েকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে কল্পনা করিনি। আজ হেলিকপ্টার এসে মেয়েকে যখন নিয়ে গেলো তখন বুকটা শান্তিতে ভরে গেলো।’

বর অপু বাসফোর বলেন, ‘আমার বাবা দুবছর আগে মারা যান। তার ইচ্ছা ছিল বড়সড় আয়োজন করে আমার বিয়ে দেবেন। তিনি বারবার বলেছিলেন, আমার বউমাকে যেন হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসা হয়। তাই বাবার আত্মার শান্তি ও স্বপ্ন পূরণে ঘণ্টাপ্রতি ৮০ হাজার টাকা খরচ করে হেলিকপ্টারে করে বউকে বাড়িতে নিয়ে গেছি।’

হেলিকপ্টার দেখতে আসা ইয়াকুব আলী বলেন, ‘আমি কখনো হেলিকপ্টারে বরযাত্রী যেতে দেখিনি। আজ স্টেডিয়ামে এত মানুষের ভিড়ে হেলিকপ্টার দেখলাম। দোয়া করি বর-বউ যেন ভালো থাকে।’

ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মাজেদ বলেন, আমরা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি। খুব সুন্দরভাবে হেলিকপ্টার অবতরণ করে বরযাত্রীরা আবার চলে গেলো।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335