শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মত বিনিময়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দর সাথে সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারী রাত ৮ টায় চকময়রাম গ্রামের মরহুম এডভোকেট একে এম মিরাজ উদ্দিনের বাসভবনে তার ছেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান অলিভ এর আমন্ত্রণে মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের ২য় বার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর) জিয়াউল হাসান সিদ্দিকী সস্ত্রীক চকময়রাম গ্রামে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁর ভাগনে ও জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. নুরুল আমিন, সোনালী ব্যাংকের রাজশাহী’র জিএম মীর হাসান জাহিদ, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, নওগাঁ সোনালী ব্যাংকের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. অলিউজ্জামান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট ব্র্যাঞ্চের শাখা ব্যবস্থাপক এস বুলবুল আহমেদ, মঙ্গলবাড়ী হাট শাখা প্রধান মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেস কøাব সভাপতি মো. আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পত্নী বিলু সিদ্দিকী রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এ সময় উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী রুনা লায়লা সাথী, শ্যামলী রানী, স্মৃতি, সংগীত গুরু আজাদ রহমান ও কাউন্সিলর আলতাব হোসেন সংগীতে অংশগ্রহণ করেন। এর আগে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী রাজশাহী বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ শেষে পত্নীতলার গগনপুরে একটি আইসিটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335