শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

খুনের হুমকি’ পেয়েছিলেন রমিজ

জিটিবি নিউজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অপসারিত সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এখন নিয়মিতই নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন। নতুন বোর্ডকে বিভিন্নভাবে তিনি আক্রমণ করছেন। তার অভিযোগ, জোর করে তাকে পিসিবি থেকে সরানো হয়েছে। তাছাড়া দায়িত্বে থাকার সময় খুনের হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেছেন রামিজ।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমে রামিজ বলেছেন, ‘আগে থেকে আমাকে কিছু জানানো হয়নি। হঠাৎ ১০-১২ জন আমার ঘরে ঢুকে ধাক্কা মেরে বার করে দেয়। আমার জিনিসপত্রও নিতে দেওয়া হয়নি। আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতাম। নিজের জন্য সেই গাড়ি কিনিনি। এখনও সেই গাড়ি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দপ্তরে আছে। নাজাম শেঠি (বোর্ডের নতুন চেয়ারম্যান) চাইলে সেটা ব্যবহার করতে পারে। ‘

তবে কী কারণে কে বা কারা খুনের হুমকি দিয়েছিলেন- সেই বিষয়ে কিছু বলেননি রামিজ। তিনি এই বিষয়ে বলেছেন, ‘আমি এই প্রসঙ্গে বেশি কিছু বলতে পারব না। শুধু এটুকুই বলব যে, ২০২২ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়া যখন আমাদের দেশে খেলতে এসেছিল তখন আমি হুমকি পেয়েছিলাম। আমি অভিযোগ করেছিলাম। পুলিশের ডিআইজি আমার বাড়িতে এসেছিলেন। তারপরই আমাকে বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছিল। নাহলে কেন দেবে?’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335