বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

আজ আয়েশা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

জিটিবি নিউজ ডেস্ক : বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের (৭৪) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। গত ২০২১ সালের ২ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন আয়েশা খানম। ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়েশা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনেই সক্রিয় ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি বঞ্চিত-অবহেলিত নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। পাকিস্তান শাসনামলে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৯৬২ সালের আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭১ সালে ছাত্র ইউনিয়নের সহসভাপতি হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষে ঢাকায় শিক্ষার্থীদের সংগঠিত করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রোকেয়া হলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335