মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

জাতীয় প্রেস ক্লাবে জয়ের রেকর্ড ফরিদার

জিটিবি নিউজ ডেস্ক : সাংবাদিকদের ‘সেকেন্ড হোম’ খ্যাত জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন দ্বিতীয়বারের মতো ২০২৩-২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিনের সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ফোরামের শ্যামল দত্ত। এর আগে পরপর দুবার নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও ইতিহাস গড়েন ফরিদা ইয়াসমিন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গতকালের নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থিত সবুজ-ইলিয়াস প্যানেল জয় পেয়েছে সিনিয়র সহসভাপতিসহ সাতটি পদে। আগামী দুই বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মাছরাঙা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (প্রাপ্ত ভোট ৫৮৩), দুটি যুগ্ম-সম্পাদক পদে আইয়ুব ভূইয়া (৫৪০) ও আশরাফ আলী (৪৯১)। কোষাধ্যক্ষ পদে সমকালের শাহেদ চৌধুরী (৫৭৬) নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন ফরিদ হোসেন (৪৯৫), শাহনাজ সিদ্দিকী সোমা (৩৯০) ও কল্যাণ সাহা (৩৮২)। বিএনপি সমর্থিত প্যানেল থেকে জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ (৫৫৯), সদস্য পদে কাজী রওনাক হোসেন (৪২২), শাহনাজ বেগম পলি (৩৬০), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭), বখতিয়ার রানা (৩৩০), মোহাম্মদ মমিন হোসেন (৩৩০) ও সীমান্ত খোকন (২৮৯)। প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে সদস্য পদে জয় পেয়েছেন জুলহাস আলম (৩৪৫)। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন জনসংযোগ ব্যক্তিত্ব মোস্তফা-ই-জামিল। সদস্যরা হলেন- জাফর ইকবাল, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), এস এ এম শওকত হোসেন, মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী ও নবনীতা চৌধুরী। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১ হাজার ১০২ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৯৮৫ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335