শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

২০২২ সালে ন্যাটো সদস্যরা প্রায় দ্বিগুণ মার্কিন অস্ত্র কিনেছে : মিডিয়া

জিটিবি নিউজ ডেস্ক : ২০২২ সালে সংখ্যা ও মূল্যের দিক থেকে ন্যাটোর সদস্য দেশগুলোর কাছে আমেরিকান অস্ত্র বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় সামরিক মজুদ শেষ হওয়ার পাশাপাশি শীর্ষ মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের শেয়ারের দামও আকাশচুম্বী হয়েছে। বৃহস্পতিবার মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। ম্যাগাজিনটি পেন্টাগনের পরিসংখ্যানের বিশ্লেষণের বরাত দিয়ে বলেছে, মার্কিন প্রশাসন ২০২১ সালে ন্যাটো সদস্যদের কাছে ১৪টি বড় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল, যার মোট মূল্য ছিল প্রায় সাড়ে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ২০২২ সালের শেষ নাগাদ প্রায় ২৮ বিলিয়ন ডলার মূল্যের ২৪টি বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এই চুক্তিগুলোর মধ্যে কিছু কয়েক বছর আগেই আলোচনা করা হয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক ব্যয় বাড়াতে হয়েছে। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীকে দান করা যানবাহন, অস্ত্র এবং গোলাবারুদ পুনরায় পূরণও করতে হয়েছে তাদের। এদিকে লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া একাধিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা অর্ডার করেছে, যা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র কয়েক ডজন দিয়েছে। এ মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর পোল্যান্ডে ১১৬-এম১এ১ আব্রামস ট্যাংক বিক্রির অনুমোদন দেয়। এর আগে ওয়ারশ তার সোভিয়েত যুগের টি-৭২ এবং দেশীয়ভাবে তৈরি পিটি-৯১ ট্যাংক কিয়েভের বাহিনীতে পাঠায়। গণমাধ্যমের প্রতিবেদন এবং শীর্ষ কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুসারে, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার তাড়ার মধ্যে ইউরোপীয় এবং আমেরিকান অস্ত্রের মজুদ কমে চলছে। মিত্রদের কাছে বিক্রি করা অস্ত্র ছাড়াও যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারি থেকে কিয়েভে ১১০ বিলিয়ন ডলারের বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা বরাদ্দ করেছে। ২১ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে প্রায় ২১ বিলিয়ন ডলারের অস্ত্র পরিবহন করা হয়েছে। এ ছাড়াও মার্কিন মজুদের ওপর অভূতপূর্ব চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে ওয়াশিংটন কিয়েভকে এক দশকের সেরা মূল্যে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দিয়েছে। সর্বকালের উচ্চতায় শেয়ারের দাম যুক্তরাষ্ট্রের চারটি বৃহত্তম প্রতিরক্ষা ঠিকাদাররা তাদের শেয়ারের দাম সর্বকালের উচ্চতায় বা তার কাছাকাছি রেখে চলতি বছর শেষ করছে। লকহিড মার্টিনের শেয়ারের দাম গত বছরের এই সময়ের চেয়ে বর্তমানে ৩৭ শতাংশ বেড়েছে। করোনা মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বোয়িংয়ের শেয়ার ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে এখন প্রায় এক বছর আগের দামে ফেরত গেছে। এ ছাড়াও রেথিয়নের শেয়ারের দাম ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জেনারেল ডাইনামিক্সের দাম ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই কম্পানিগুলোর সাফল্য ইউক্রেনের অস্ত্রের চাহিদার সঙ্গে এতটাই জড়িত যে নর্থরপ গ্রুমম্যান, রেথিয়ন, প্র্যাট অ্যান্ড হুইটনি এবং লকহিড মার্টিন সবাই এ মাসের শুরুতে ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসে একটি সংবর্ধনার পৃষ্ঠপোষকতা করেছিল। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে কম্পানিগুলোর লোগো থাকায় পরে বিতর্কও সৃষ্টি হয়।

সূত্র : আরটি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335