শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার দেশের সর্বনিম্ন তাপমাত্রা

জিটিবি নিউজ ডেস্ক : শুক্রবারের মত শনিবারও তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবারও এখানে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের হিসেবে পঞ্চগড়, নীলফামারী ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩, নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৮ এবং সৈয়দপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে দিনের কড়া রোদের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি একটা না কমায় হাড়কাঁপানো শীত অনুভূত হয়নি। গত শুক্রবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান যত কমে আসবে তত বেশি শীত অনুভূত হবে। গত বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বেশি শীত অনুভূত হয়েছিল। পঞ্চগড়ে গত দুইদিন থেকে ঘন কুয়াশা চোখে পড়ছে না। আকাশ মেঘমুক্ত থাকায় সকাল সকাল দেখা মেলে সূর্যের। এরপর থেকেই শুরু হয় কড়া রোদ। তবে সন্ধ্যা নামতেই হালকা কুয়াশার সাথে শুরু হয় উত্তরের কনকনে শীতল বাতাস। সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা পৌছে সর্বনিম্ন পর্যায়ে। পঞ্চগড়ের মাদ্রাসা শিক্ষক বোদা উপজেলার ময়দানদীঘি এলকার আব্দুল লতিফ জানান, এবার সর্বনিম্ন তাপমাত্রার মধ্য দিয়েই আমরা বছর শেষ করলাম। আশা করছি নতুন বছরের শুরুটাও এভাবে কাটবে। আমরা এখনও শীত উপভোগ করছি। আগুন জ্বেলে শীত নিবারণের মত অবস্থা এখনও হয়নি। গত বছরের শীতটাও এভাবে কেটেছিল। তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শুক্রবারের মত শনিবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দমমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সূর্যোদয়ের পর হতে সূর্যাস্তের আগ পর্যন্ত দিনভর কড়া রোদ থাকায় দিনের তাপমাত্রা আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কুয়াশা না থাকায় এবং রাতে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে আসছে। তবে দ্রুত এ অবস্থার উন্নতি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335