শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

মারা গেছেন সাবেক পোপ বেনেডিক্ট

জিটিবি নিউজ ডেস্ক : খ্রিস্টানদের সাবেক ধর্মগুরু ষোড়শ পোপ বেনেডিক্ট ভ্যাটিকানে তার বাসভবনে মারা গেছেন। স্থানীয় সময় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকানের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে পোপ ইমেরিটাস বেনেডিক্ট ষোড়শ আজ সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন। যত দ্রুত সম্ভব তার মৃত্যুর ব্যাপারে আরো তথ্য প্রদান করা হবে। ’ বেনেডিক্ট ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেন। ১৪১৫ সালে দ্বাদশ পোপ গ্রেগরির পর তিনিই প্রথম পদত্যাগ করেছিলেন। বেনেডিক্ট জীবনের শেষ বছরগুলো ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন। তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস প্রায়ই সেখানে তাকে দেখতে যেতেন। ভ্যাটিকান জানিয়েছে, পোপ ইমেরিটাসের মরদেহ ‘বিশ্বস্তদের অভিবাদনের’ জন্য ২ জানুয়ারি থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে। তার শেষকৃত্যের পরিকল্পনা আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসের ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ভিনসেন্ট নিকোলস বলেছেন, পোপ বেনেডিক্ট ছিলেন ‘২০ শতকের মহান ধর্মতত্ত্ববিদদের একজন’।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335