বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

বেপরোয়া গাড়ি চালিয়ে দুইবার শাস্তি পেয়েছেন পন্থ; দেননি জরিমানার টাকা

জিটিবি নিউজ ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। নিজের বাড়িতে ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ঋষভ পন্থ। দিল্লি-দেরাদুন হাইওয়েতে তার মার্সিডিজ প্রচণ্ড বেগে ডিভাইডারে ধাক্কা মারে। কোনোমতে বেঁচে ফিরেছেন ভারতের উইকেটকিপার। এখন তার অবস্থা স্থিতিশীল। জানা গেছে, দুর্ঘটনার আগে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন পন্থ। ভারতীয় গণমাধ্যম বলছে, এর আগেও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ছিল পন্থের বিরুদ্ধে। চলতি বছরই দুইবার তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করেছে পুলিশ। যে মার্সিডিজে চড়ে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সেই গাড়ির বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশ। সেদিন রাত সাড়ে ১১টায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভেঙেছিলেন পন্থ। সিসিটিভি ফুটেজে সেই ঘটনা ধরাও পড়ে। এরপর পুলিশ ঋষভ পন্থকে ২০০০ রুপি জরিমানা করেছিল। পন্থকে বিজ্ঞপ্তি পাঠিয়ে জরিমানার টাকা শোধ দেওয়ার অনুরোধও করা হয়। কিন্তু আজ পর্যন্ত সেই জরিমানা পরিশোধ করেননি ভারতের উইকেটকিপার। এরপর গত ২৫ মে বিকেল ৫টার দিকে দিল্লির রাস্তায় আবারও তিনি একই কাণ্ড করেন। আবার তাকে ২০০০ রুপি জরিমানা করা হয় এবং সেই অর্থ এখন পর্যন্ত শোধ করেননি পন্থ। এবার বাড়ি যাওয়ার সময় বেপরোয়া গাড়ি চালিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন!

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335