শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

৩৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ৪

জিটিবি নিউজ ডেস্ক : টাঙ্গাইলে ৩৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে দুজন সহোদর। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে ভূঞাপুর উপজেলার ছাব্বিসা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-১৯৬৩) জব্দ করা হয়। আটককৃতরা হলেন : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে মরতুজা আলম (২৫) ও সাহাবুদ্দিন আলম (২৩), মফিজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২১) এবং পীরগঞ্জ উপজেলার খরসিংরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪২)। র‌্যাব-১২-এর কম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শুক্রবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাব্বিসা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে মাদক কারবারিদের আটক করা হয়। এ সময় তাদের প্রাইভেটকারে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ঠাকুরগাঁও সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। আটককৃতদের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335