বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

ব্যয় বাড়াতে উন্নয়ন প্রকল্পের কাজে বিলম্ব করা হয় : পররাষ্ট্রমন্ত্রী

জিটিবি নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন প্রকল্পের কাজে বিলম্ব করা হয়। যেটা চীনা কিংবা জাপানিরা করে না। তারা মেয়াদের আগে কাজ শেষ করে। মেট্রো রেলের কাজ ছয় মাস আগে শেষ করে তারা টাকা ফেরত দিয়েছে। এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাজ বিলম্ব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। ’ গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নির্মিতব্য টার্মিনালের কাজ পরিদর্শন করে কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সবাইকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে। সে জন্য জাতীয় পরিচয়পত্রধারী সবাইকে করের আওতায় আনা প্রয়োজন। … আন্তনির্ভরশীল জাতি গড়তে আয়কর বিভাগকে শক্তিশালী করতে হবে। ’ পরে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী নগরের একটি হোটেলে কর অঞ্চল সিলেট আয়োজিত সেরা করদাতা সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335