বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু গোয়ালন্দ

জিটিবি নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে টানা সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফের ঘন কুয়াশা পড়ায় বুধবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। দেখা গেছে, এ সময় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী কয়েকশ বিভিন্ন গাড়ি। তিন কিলোমিটার ওই নৌপথ পাড়ি দিতে এসে দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় বিভিন্ন গাড়ির চালকসহ হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। এ নিয়ে গত চার দিনে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পৌনে ১৯ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবছর শীতে ঘন কুয়াশা পড়ে। কিস্তু কুয়াশার মধ্যে নৌপথে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই কুয়াশাকালীন নৌদুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335