বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

কুয়াশা ঢাকা কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি

জিটিবি নিউজ ডেস্ক : কুয়াশায় ঢাকা থাকলে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি দেখা গেছে। তবে পুরুষদের উপস্থিতি বেশি থাকলেও নারীরাও উপস্থিতিতে পিছিয়ে নেই। এ উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতি বেশি থাকলে বৃদ্ধ ভোটারদের আঙুলের ছাপ না মেলায় কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে চলছে ভোট। জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন, বুড়াইচ ইউনিয়ন ও গোপালপুরে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আলফাডাঙ্গা পৌরসভাতে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, তিনটি (আলফাডাঙ্গা, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি ভোটকেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আলফাডাঙ্গা পৌরসভার ৯টি কেন্দ্রে ৯ জন ও তিনটি ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ঠিক রাখতে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335