শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র চীনাদের জন্য কভিড বিধি-নিষেধ বিবেচনা করছে

জিটিবি নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে আগতদের জন্য নতুন করে কভিড বিধি-নিষেধ আরোপের কথা বিবেচনা করছে। আগামী মাস থেকে বেইজিং তাদের সীমান্ত উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পরেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। আমেরিকান কর্মকর্তারা বলছেন, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে তারা এই পদক্ষেপ নিতে চাচ্ছে। এদিকে চীনে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায়, চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া ও তাইওয়ান। ইতালিতেও চীনাদের জন্য কভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে গতকাল বুধবার। চীন করোনা বিধি-নিষেধ নিয়ে বলছে, কভিডসংক্রান্ত বিধি-নিষেধ বৈজ্ঞানিক এবং সংগতিপূর্ণ হওয়া উচিত। কভিড বিধি-নিষেধের কারণে তিন বছর বাদবাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল চীন। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335