শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সেই সৌদির ক্লাবেই যাচ্ছেন রোনালদো?

জিটিবি নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এর পর থেকে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা গিয়েছিল। বিশেষ করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদোর যাত্রা অনেকটা নিশ্চিত করে দেয় ইউরোপিয়ান সংবাদমাধ্যম। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, চুক্তির নানা দিক নিয়ে ঐকমত্যে এসেছে দুই পক্ষ। বিজ্ঞাপন আল নাসেরে যোগ দিতে রোনালদোর নাকি স্রেফ স্বাস্থ্য পরীক্ষাই বাকি! মূলত চ্যাম্পিয়নস লিগ খেলতে গত গ্রীষ্মে রোনালদো ম্যান ইউ ছাড়তে চেয়েছিলেন। মৌসুমের শুরু থেকেই চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে খেলা কোনো ক্লাবে খেলতে। কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত কোথাও যেতে না পারায় ম্যান ইউতেই থেকে যান ৩৭ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। খেলা মাঠে গড়ানোর পর বোঝা যায়, কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় তিনি নেই। বেশির ভাগ ম্যাচে তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়। এতেই চটে গিয়ে ক্লাবের বিরুদ্ধে ওই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল নাসেরে প্রতিবছর ১৭৩ মিলিয়ন পাউন্ড পাবেন সিআরসেভেন। সৌদি ক্লাবের দেওয়া প্রস্তাবটি অর্থনৈতিকভাবে লোভনীয় হওয়াতেই নাকি রোনালদো রাজি হয়েছেন। আনুষ্ঠানিক চুক্তি এখন সময়ের ব্যাপার। চুক্তির নানা দিক নিয়ে ঐকমত্যে আসার পর দুই পক্ষ নাকি স্বাস্থ্য পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়ে গেছে। জানুয়ারির শুরুতেই নাকি চুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335