শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে কতগুলো হলুদ কার্ড পেলে নিষিদ্ধ হবেন ফুটবলাররা?

নিজস্ব প্রতিবেদক: কাতার বিশ্বকাপ ইতোমধ্যেই প্রথম ১৬ ম্যাচে দেখে ফেলেছে ৫২টি হলুদ কার্ড। সবার মনেই প্রশ্ন জাগতে পারে, কতগুলো হলুদ কার্ড পেলে একজন খেলোয়াড় নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ পড়বেন। বিশ্বকাপের হলুদ কার্ডের নিয়ম অন্যান্য লিগের নিয়মের থেকে কিছুটা আলাডা।

ইংলিশ লিগে সাধারণত একজন খেলোয়াড় ৫ বার হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। বিশ্বকাপে এই নিয়ম নেই। বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাকে। এমনকি এক ম্যাচের দুইবার হলুদ কার্ড পেলেও সে পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। তাছাড়া সরাসরি লাল কার্ড পেলেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে। তবে লাল কার্ডের ধরণ দেখে নিষেধাজ্ঞা বাড়ানোর এখতিয়ার রয়েছে ফিফার।

উপরোক্ত নিয়ম বিশ্বকাপের নকআউট রাউন্ডেও চলমান থাকবে। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। কোন দল যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার আগে তাদের সব হলুদ কার্ড বাতিল হয়ে একদম ফ্রেশভাবে খেলতে নামার সুযোগ পাবে তারা।

তবে অবশ্যই কোয়ার্টার ফাইনালে কোন খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া থেকে বিরত থাকতে হবে। সেমিফাইনালে কোন খেলোয়াড় যদি হলুদ কার্ড পানও সেক্ষেত্রে তার দল যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ফাইনাল মিস করার ঝুঁকিতে পড়তে হবে না তাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335