শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জাতীয় নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার সময় ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন শেসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সব কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়া ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। সমাধানে কাজ করছে সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335