বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

বিপাকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় খাদ্যখাতে মূল্যস্ফীতির লাগাম যেন থামছেই না। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (২৬ অক্টোবর) বিশ্বব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের প্রথম তিন প্রান্তিকে, দক্ষিণ এশিয়ায় খাদ্যমূল্যের মুদ্রাস্ফীতি গড়ে ২০ শতাংশের বেশি। একই সময়ে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, সাব-সাহারান আফ্রিকা, এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়াসহ অন্যান্য অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি গড়ে ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে।

এতে বলা হয়, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতেই শুধু খাদ্যমূল্যের মূল্যস্ফীতি কম। আংশিকভাবে চালের দাম স্থিতিশীল থাকার কারণে এসব অঞ্চল কিছুটা স্বস্তিতে।

বিশ্বব্যাংক জানায়, মার্কিন ডলারের কারণেও আসন্ন বিশ্বমন্দা তৈরি হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ডলারে রেট অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। তবুও মুদ্রার অবমূল্যায়নের কারণে প্রায় ৬০ শতাংশ তেল আমদানিকারক উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে এ সময়ের মধ্যে দেশীয় মুদ্রা তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

এ অর্থনীতিগুলোর প্রায় ৯০ শতাংশ মার্কিন ডলারের বৃদ্ধির তুলনায় স্থানীয় মুদ্রার পরিপ্রেক্ষিতে গমের দাম বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335