শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে নথি চুরির সত্যতা পায়নি ডিবি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথিচুরির চেষ্টারঅভিযোগেঅফিসিয়াল সিক্রেটসআইনে করা মামলায় কোনো সত্যতা পায়নি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এজন্য মামলায় তাকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ আলম খান

বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক নিজামুদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন

 তিনি বলেন, গত জুলাই গোয়েন্দা পুলিশ সাংবাদিক রোজিনা ইসলামকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। আগামী ১৫ নভেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে

২০২১ সালের ১৭ মে দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনা ইসলামকে প্রায় সাড়ে ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিব তার বিরুদ্ধে মামলা করেন। সেখানে তার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালেরঅফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ধারায় গুপ্তচরবৃত্তি রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়

মামলার এজাহারে বলা হয়েছে, রোজিনা যেসব নথিরছবি তুলেছেন’, তার মধ্যেটিকা আমদানিসংক্রান্ত কাগজপত্রও ছিল

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335