শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

জুড়াইনে রেল ক্রসিং এর গর্তে আটকে পড়া পণ্যবাহী পিকআপ উদ্ধার করলেন টিআই বিপ্লব ভৌমিক

নাজমুল হাসানঃ রাজধানীর জুরাইন রেল ক্রসিংয়ে দুই লাইনের গর্তের মাঝে হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় পন্যবাহী একটি পিকআপ । পিকাপটিকে সামনে থেকে রেকার লাগিয়ে রেল লাইন পার করে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেন ওয়ারী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। সোমবার ১২ সেপ্টেম্বর জুরাইন রেল ক্রসিংয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ওয়ারী ট্রাফিক বিভাগ জানায়, জুরাইন রেল ক্রসিং এলাকায় ঢাকা মেট্রো ড ১১-৯৩৩৬ পিকাপ টি ঢাকা প্রবেশ মুখে রেল ক্রসিং এ দুই লাইনের মাঝখানে গর্তের মধ্যে পিছনের চাকা আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক গাড়ি সড়াতে পারছিলেন না ।গাড়ির সামনে রেকার লাগিয়ে এবং টিআই বিপ্লব ভৌমিক (সিটি ১৬৩) পিছনে সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, সার্জেন্ট আব্দুল্লাহ সঙ্গীয় কনেস্টবল ২২৫৯৯ মো:আসলাম, কনেস্টবল ২১৭৩৪ মো: নাসিম, কনেস্টবল ১৩৪৯৩ মো: নাজিম সহ আশপাশের স্থানীয় জনগণের সহায়তা নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করেন। মারাত্মক দুর্ঘটনা এড়াতে তাৎক্ষনিক টেলিফোনে কমলাপুর রেলওয়ে স্টেশন কন্ট্রোল রুমে অবগত করে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । টিআই বিপ্লব ভৌমিক, ট্রাফিক পুলিশের সদস্য সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় গাড়িটি রেল লাইন থেকে পার করা সম্ভব হয়েছে। এ রুটে গাড়িটি পার করার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে । বিষয়টি ডেল্টা থ্রি তে একটি সাধারণ ডায়েরি ভুক্ত করা হয় যার নম্বর ৪০০,তারিখ ১২/০৯/২০২২। ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক ইতো পূর্বে রেল লাইনে আটকে পড়া যাত্রীবাহী বাস উদ্ধার করে ৪০ জন যাত্রীর প্রাণ রক্ষা করেছিল ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335