শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

ডেমরায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সমাবেশ

আজাদ হোসেন/ফাহাদ আহমেদ মিঠুঃ রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রশিদ মাস্টার কমপ্লেক্স এর সামনে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ওয়ারী শাখা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ওয়ারী শাখার সদস্য সচিব সেলিম নিজামীর সভাপতিত্বে ও পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-উর রশিদ সিআইপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার সম্পাদক, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি সভাপতি ওমর ফারুক জালাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, রূপান্তর টেলিভিশনের চেয়ারম্যান রফিকুল আলম রনি, সাংবাদিক এ আর হানিফ, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন,সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।

এ অনুষ্ঠানের মাধ্যমে ডেমরা,যাত্রাবাড়ি,শ্যামপুর,কদমতলী, ওয়ারী শাখা বিএমএসএফের কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নসহ সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335