শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

ডিএসসিসি-৬৫ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক

নাজমুল হাসানঃ রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৫ নম্বর ওয়ার্ডে মাতুয়াইল, হাজী বাদশা মিয়া রোড, রায়েরবাগ, রশিদবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ( রাজউক) ও পরিচালক জোন-৬, কামরুল ইসলাম। অথরাইজড অফিসার-৬/৩, পলাশ শিকদার এর নেতৃত্বে, প্রধান ইমারত পরিদর্শক নিপেন চন্দ্র সিদ্ধা, মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক নির্মল মালো, মোঃ মাসুদ রানা, মোঃ তারিফুর রহমান, মোঃ শরিফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে নির্মাণাধীন ভবনের ব্যতয় রোধে এলাকাঃ ২৫৮/২৩ রশিদবাগ, রায়ের বাগ ও মাতুয়াইল, হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৫ , ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় উচ্ছেদ / মোবাইল কোর্ট পরিচালনা করেন। আজ মঙ্গলবার ( ৩১ আগস্ট ২০২২) সকাল ১১টায় অভিযান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। অভিযোগ পরিচালনা কালে ৩ টি নির্মাণধীন ভবনে রাজউক অনুমোদিত নকশা পাওয়া যায়নি এবং ২ টি ভবনে অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে নির্মাণ কাজ পরিচালিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে এসব ভবন মালিকের বিরুদ্ধে জরিমানা আদায়সহ নির্মানাধীন ইমারত হতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সকল ব্যতয়কৃত অংশ অপসারণ করে পুনরায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও নির্মাণ কাজ করার জন্য ভবন মালিককে এক মাসের সময় বেধে দেওয়া হয়। এসব ভবন গুলোর মধ্যে,শফিকুল ইসলাম ২৫৮/২৩ রশিদবাগ, রায়ের বাগ, যাত্রাবাড়ী, ঢাকায় ওয়ার্ড নং-৬৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি নির্মাণাধীন ০৪ (চার) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়, সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ৫,০০,০০০/- (৫লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন। ফারহানা ইসলাম সোনিয়া,হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি নির্মাণাধীন নীচ তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। আনিসুর রহমান, ঠিকানাঃ হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি নির্মাণাধীন ৩ ( তিন) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। আব্দুল মান্নান, ঠিকানাঃ হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি নির্মাণাধীন ০২ (দুই) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। হেদায়েত মিয়া ও হাজী আবুল বাসার, হাজী বাদশা মিয়া রোড, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি নির্মাণাধীন ০২ (দুই) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০২ (দুই) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। গত কয়েক দিনের অভিযানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এসব এলাকায় ইমারত নির্মাণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335