বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০১ অপরাহ্ন

ডেমরায় ডিএসসিসি ৬৪,৬৮ নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজউক এর উচ্ছেদ অভিযান

 নাজমুল হাসানঃ রাজধানী ডেমরা হাজীনগর, সারুলিয়া, ও ২৯৫, পশ্চিম টেংরা, সারুলিয়া এবং কোনাপাড়া, পাড়াডগার, ডেমরা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নং-৬৮ ও ৬৪ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্মিত ও নির্মানধীন প্লটে নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বুধবার ২৪ আগষ্ট রাজধানী ডেমরা সারুলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ( রাজউক) ও পরিচালক জোন-৬, কামরুল ইসলাম, অথরাইজড অফিসার-৬/৩, জনাব পলাশ শিকদার এর নেতৃত্বে, প্রধান ইমারত পরিদর্শক নৃপেন চন্দ্র সিদ্ধা, মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন পিন্টু, ইমারত পরিদর্শক মোঃ তারিফুর রহমান, নির্মল মালো,মোঃ মাসুদ রানা, জনাব মোঃ শরিফুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে নির্মাণাধীন ভবনের ব্যতয় রোধে হাজীনগর, সারুলিয়া, ও ২৯৫, পশ্চিম টেংরা, সারুলিয়া এবং কোনাপাড়া, পাড়াডগার, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮ ও ৬৪, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হয়। এ অভিযান পরিচালনাকালে ৭টি ভবন পরিদর্শনে নির্মাণাধীন ৩টি ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যতয় পাওয়া যায়।৪ টি ভবনে রাজউক অনুমোদিত নকশা পাওয়া যায় নাই। উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে নির্মানাধীন ইমারত হতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সর্ব প্রকার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সকল ব্যতয়কৃত অংশ অপসারণ করে পুনরায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও নির্মাণ কাজ করার জন্য ভবন মালিককে এক মাসের সময় দেয়া হয়। অভিযানে ফিরোজ আহমেদ ঠিকানাঃ ৭৪৯, হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন মালিকের একটি নির্মাণাধীন ০২ (দুই) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন। এছাড়াও মোহাম্মদ ইব্রাহিম ঠিকানাঃ-১২৩ হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকাওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন মালিকের একটি নির্মাণাধীন নীচ তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার ০১ (এক) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয় । ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। সুবেদ আলী, ঠিকানাঃ স্বনিবাস, ১৩০ হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনটিতে একটি নির্মাণাধীন ৯ (নয়) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং ২,০০,০০০/- (দুই লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। হাফিজুর রহমান, ঠিকানাঃ ১৬০ হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে একটি নির্মাণাধীন দুই তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং ১,০০,০০০/- (এক লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। বিমল কুমার সাহা ঠিকানাঃ হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের একটি নির্মাণাধীন ০৭ (সাত) তলা ইমারতের রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয়কৃত অংশ (আংশিক) ভেঙ্গে অপসারণ করা হয়। উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং ২,০০,০০০/- (দুই লক্ষ ) টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ভবন মালিক ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। এম এ রশিদ গং, এম এ রশিদ মাস্টার কমপ্লেক্সে, ঠিকানাঃ হোল্ডিং নং-২৯৫ পশ্চিম টেংরা হাজীনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকায় ওয়ার্ড নং-৬৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ নির্মাণধীন একটি ১০ (দশ) তলা ইমারতের ব্যত্যয়কৃত আংশিক ভেঙ্গে অপসারন করা হয়েছে। উক্ত স্থাপনার ২১ (একুশ) টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। কামরুজ্জামান খান সুমন গং,কোনাপাড়া শপিং কমপ্লেক্সে, ঠিকানাঃকোনাপাড়া,পাড়াডগার, ডেমরা, ঢাকা ওয়ার্ড নং-৬৪, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ নির্মাণধীন একটি ১০ (দশ) তলা বানিজ্যিক কাম আবাসিক ইমারতের ব্যত্যয়কৃত আংশিক ভেঙ্গে অপসারন করা হয়। উক্ত স্থাপনার একটি ত্রি ফেজ বৈদ্যুতিক মাদার মিটার জব্দ করে ডেসকোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। উক্ত নির্মাণাধীন ইমারতের অবশিষ্

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335